স্বপ্নের ফটিকছড়ি

ডিজাইন

স্বপ্নের ফটিকছড়ি

NemuTop
নাজিরহাট
ফটিকছড়ি
চট্টগ্রাম
ColumnRight
দীর্ঘ ১৮ বছর ধরে কম্পিউটার ঘাটাঘাটি করছি। আয় রোজগারের মাধ্যমও কম্পিউটার। দীর্ঘ প্রায় ৮ বৎসর যাবত অনলাইনে আছি। আমার একটা মাত্র ফেসবুক আইডি আছে। একটা মাত্র বলছি এই কারণে যে, অনেক বন্ধুর দেখি ২/৪ টা আইডি আছে। তাই আমার বেলায় মাত্রটা অবশ্যই প্রযোজ্য। আবার এই ব্লগ সাইটেও আমার একটি মাত্র ব্লগ আইডি আছে। ৬ বছর আগে এই ব্লগ সাইটে যুক্ত হয়ে এই পর্যন্ত ২০ টা ব্লগ লিখেছি। যদিও আপনাদের ব্লগের তুলনায় আমার ব্লগগুলো কোন ব্লগই নয়। আমার লেখার কোন সারেগামা নেই। তবুও তো বলতে হবে এগুলো ব্লগ। আসলে উপরের লেখাগুলো আমার এই লেখার হেডলাইনের বিষয়বস্তুর মধ্যে পড়ে না। তবুও লিখলাম আমার অভিজ্ঞতা তুলে ধরতে। উপরের লেখাগুলো যদি বিবেচনা করি তাহলে কম্পিউটার এবং অনলাইনে আমার অনেক অভিজ্ঞতা আছে মনে হবে। তাই তো যে, মানুষ ১৮ বৎসর ধরে কম্পিউটার ঘাটাঘাটি করে। ৮ বৎসর যাবত অনলাইন বা ফেসবুকে এক্টিভ থাকে, ৬ বৎসর যাবত ব্লগে থাকে তার কি অভিজ্ঞতা কম বলা যাবে? নিশ্চয় না। আমার ছেলের বয়সী কোন এক ছেলে বছর পাঁচেক আগে কম্পিউটার শিখে এখন নাকি ওয়েব ডিজাইনার এণ্ড ডেভেলপার। অথচ আমি ওয়েভ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কাকে বলে শুনিও নাই। এবার তো নিশ্চয় বলবেন আমার মত অজ্ঞ, অলস, নিষ্কর্মা পৃথিবীতে বোধয় আর কেউ নেই। না হলে ১৮ বছর ধরে কম্পিউটার ঘাটাঘাটি করে ৮ বছর অনলাইনে এক্টিভ থেকে কেন জানলাম না ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট কাকে বলে। এবার আমাকে আপনাদের কিছু বলার থাকলে বলেন। আমি যাচ্ছি আমার এই ব্লগ লেখার মূল উদ্দেশ্যে। আমার এই ব্লগ লেখার মূল উদ্দেশ্য হচ্ছে-- বিগত ৮ বৎসর অনলাইনে ফেসবুকে লেখালেখি করে, বিভিন্ন অনলাইন পত্রিকা, ব্লগ ইত্যাদি পড়তে পড়তে মনে একটা সাধ জেগেছে নিজে একটা ওয়েবসাইট তৈরী করব। যেই না সাধ জেগেছে সেই মতে শুরু করেছি কাজ। ফ্রি সাইট থেকে "স্বপ্নের ফটিকছড়ি" নামে একটা ওয়েবসাইট তৈরী করেও ফেলেছি। সরি এই লিঙ্কে ভুলেও ক্লিক করে আমাকে লজ্জা দেবেন না।

কেলেন্ডার


Facebook
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free